Read Time:1 Minute, 20 Second
আজকের ইস্তাহারে মোট দশটি প্রতিশ্রুতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী যা ফের ক্ষমতায় এলে রাখা হবে তৃনমূল সরকারের পক্ষ থেকে । এছাড়াও আরও ছোট ছোট কয়েকটি প্রতিশ্রুতি রয়েছে যা এই মুহূর্তে সামনে আসেনি । গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলির মধ্যে কয়েকটি হল –

কন্যার পরিবারদের মাসিক ৫০০ টাকা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং আদার ব্যাকোয়ার্ড ক্লাসের জন্যে মাসিক ১০০০ টাকা করে করে দেওওার প্রতিশ্রুতি ।
কৃষকদের খাতে ১০,০০০ করে দেওয়ার প্রতিশ্রুতি ।
বিধবা ভাতা দেওয়ার প্রকল্প ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ১০ লক্ষ্য টাকা লিমিটের ক্রেডিট কার্ড প্রদান ।
থাকছে ‘খাদ্যসাথী’ প্রকল্প, যেখানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরকার রেশন পৌঁছে দেবে ।
এছাড়াও আরও বহু প্রকল্প রাখা হয়েছে আজকের প্রকাশিত এই ইস্তাহারে যা ধিরে ধিরে আমরা আপনাদের সামনে নিয়ে আসব ।