জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আগামী পয়লা জুলাই রাজ্য স্তরের সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা কালের এই ভয়াবহ অতিমারিতে করোনার প্রকোপ থেকে রাজ্যকে বাঁচাতে ডাক্তার নার্স এবং সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভূমিকা অনস্বীকার্য। ইতিমধ্যেই এই কারণে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে। মূলত রাজ্যের ফ্রন্টলাইন ওয়ার্কারদের সম্মান জ্ঞাপনার্থেই ঐ দিন সরকারি ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে আগামী ১ জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সমবায় ইত্যাদি বন্ধ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য আগামী পয়লা জুলাই বাংলার প্রবাদপ্রতিম বিখ্যাত চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন । গতবছর করোনাকালে এই একই দিনে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মনে করেন, আগামী দিনে রাজ্য সরকারের পাশাপাশি ওই দিনই কেন্দ্র সরকারের একই মর্মে ছুটি ঘোষণা করা উচিত।