কাঁথি বাস স্ট্যান্ড পুর্নদখল করল তৃণমূল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 51 Second

সবুজ থেকে গেরুয়া পুনরায় গেরুয়া থেকে সবুজ। বৃহস্পতিবার দল ছাড়ার আগেই কাঁথিতে শুভেন্দু অধিকারীর ‘‌সহায়তা কেন্দ্র’‌ ফের উদ্ধার করল তৃণমূল। শনিবারই তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কণিষ্ক পাণ্ডার নেতৃত্বে কাঁথির রূপশ্রী বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির যে দফতর দখল করে নেন শুভেন্দু অনুগামীরা। ওই দফতরের নীল–সাদা রঙ মুছে গেরুয়া করে দেওয়া হয়। তৃণমূল কার্যালয়ের বোর্ড সরিয়ে সেখানে রাখা হয় ‘‌শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র’‌ নামাঙ্কিত বোর্ড। এরপরই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কণিষ্ক পাণ্ডাকে বহিষ্কার করে তৃণমূল।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর দল ছাড়ার আগে সেই কাঁথির রূপশ্রী বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির দফতর ও কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় পুনর্দখল করল শাসকদল। এদিন ফের গেরুয়া থেকে বদলে নীল–সাদা রং করে দেন ‘‌দিদির অনুগামীরা’‌। অভিযোগ, সেখানে থাকা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স ও ব্যানারও তাঁরা ছিঁড়ে দিয়েছেন। পাশাপাশি এই কাজ ফের করা হলে কাঁথির মানুষ তা বরদাস্ত করবেন না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন ওই ব্লক সভাপতি তরুণ জানা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইস্তফা আরেক তৃণমূল অনুগামীর । এম ভারত নিউজ

তৃণমূলে ভাঙন অব্যাহত। দল থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অনুগামী বলে পরিচিত আরও নেতা। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুর পুরসভার পুর প্রশাসক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি বিষ্ণুপুরের এসডিপিও-কেও লিখিতভাবে তাঁর সরকারি নিরাপত্তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরাকেও ইস্তফাপত্র পাঠান বর্ষীয়ান এই তৃণমূল […]

Subscribe US Now

error: Content Protected