করোনার দ্বিতীয় ঢেউ রুখতে রাস্তায় নামল মহিষাদল পুলিশ ও প্রশাসন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

নিজস্ব সংবাদদাতা ,পুর্ব মেদিনীপুর : নির্বাচনের কারণে রাজ্যজুড়ে সংক্রমণের মাত্রা ঝড়ের গতিতে বাড়ছে তাই নির্বাচন কমিশনের তরফ থেকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে । বর্তমানে সংক্রমিত দেশের তালিকায় এবার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে এবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মহিষাদল পুলিশ ও প্রশাসন। গত এক থেকে দুই দিনের মধ্যে মহিষাদলে করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এখনও সচেতন নয় বহু মানুষ। রাস্তাঘাটে বহু মানুষ মাস্ক বিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছেন। সেই সমস্ত মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল মহিষাদলের পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আজ সকালে মহিষাদলের গেঁওখালি বাজারে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার চালানো হয়। পাশাপাশি দোকান গুলিতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে যাদের মুখে মাস্ক থাকবে না তাঁদের কোন দ্রব্য বিক্রি করা যাবে না। প্রত্যেক দোকানে নো মাস্ক নো সার্ভিস পোস্টার দেখা যাচ্ছে। এদিন হাতেনাতে বেশ কয়েক জনকে মাস্ক বিহীন ভাবে দেখতে পেয়ে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে তাঁদেরকে সঙ্গে সঙ্গে মাস্ক পরানো হয় এবং সচেতন করানো হয়। এক রকম ভাবে বলতে গেলে করোনা আক্রান্তের সংখ্যা কমাতে এবার তৎপর মহিষাদল থানার পুলিশ এক দোকানের বিক্রেতার সাথে কথা বলে জানতে পারে গেছে ,সরকারের নেওয়া এই উদ্যোগ বর্তমান অবস্থা থেকে সমাজকে সুরক্ষিতভাবে বের করে আনতে ভীষণভাবে জরুরি বলে মনে করছেন মহিষাদলের মানুষেরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

‘বেহিসেবী’ সম্পত্তির হিসাব চেয়ে অনুব্রতকে তলব আয়কর দফতরের । এম ভারত নিউজ

ভোটের আগে নেতারা তাঁদের সম্পত্তির হিসেব হলফনামায় জারি করে|নেতা মন্ত্রীদের হিসেবি সম্পত্তির পাশাপাশি বেহিসাবী সম্পত্তিও থাকে| বেহিসাবী সম্পত্তির অর্থাৎ সম্পত্তির হিসেব না মেলায় এর আগে বহু নেতাদের আয়কর দফতর নোটিশ পাঠিয়েছে|সুতরাং, এ ঘটনা নতুন নয়| কিন্তু এবার আয়কর দফতর নোটিশ পাঠালো তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে|শুধু অনুব্রত মন্ডল নয়, […]

Subscribe US Now

error: Content Protected