Read Time:1 Minute, 23 Second
আজ বিজয়া দশমী। বিসর্জনের বাদ্যি বেজে গিয়েছে। আকাশে বাতাসে বিষাদের সুর। উমার যে আজ কৈলাশে ফেরার পালা। সকাল থেকেই কোভিড বিধি মেনে প্রস্তুত করা হয় ঘাটগুলি। শহরের বাবুঘাট সহ একাধিক ঘাটগুলিতে কড়া নজরদারি রাখা হয়। এদিকে, রীতি মেনে বাগবাজার, শোভাবাজার সহ শহরের বনেদি বাড়িগুলিতে দেবীকে বরণের পাশাপাশি বিদায় জানানো হয়। নিউ নর্মালে সবকিছুই যেন অন্যরকম। নেই চেনা ভিড়, নেই দলবেঁধে বিসর্জনের নাচ, নেই ডিজে বক্সের কানফাটানো গান। তবে তবুও যেন বিষাদের সুর বাতাসে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবী বরণ থেকে রীতি মেনে দেবীকে বিদায় জানানোর পর্ব শেষ করে বিসর্জন দেওয়া হয়। এরমধ্যে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো ত্রিধারা সর্বজনীনের প্রতিমা ক্লাব প্রাঙ্গনেই অস্থায়ী জলাশয় করে তার মধ্যেই প্রতিমার মাটি ধুয়ে ফেলা হয়।
