Read Time:1 Minute, 27 Second
করার চেষ্টা করছে চিনা সেনা । ভারতীয় সেনা বাহিনী তাঁদের সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে যদিও । এবার জে -২০ ফিফথ জেনারেশনের যুদ্ধবিমানকে হোতান বিমান ঘাঁটিতে অর্থাৎ ফের সীমান্তে মোতায়েন করেছে চিন । ভারতের হাতে কিছুদিন আগেই পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান আসে এবং তার পর থেকেই চিন তাদের সবচেয়ে আধুনিক ও সর্বাধিক সক্ষম যুদ্ধবিমানকে লাদাখ সীমান্তে মোতায়েন করেছে বার বার । এর আগেও এই বিমানঘাঁটিগুলিতে জে-২০ যুদ্ধ বিমান মোতায়েন করেছিল চিনা বাহিনী যদিও কিছুদিন পর তা সরিয়ে নিয়ে যাওয়া হয় । এবার ফের মোতায়েন করা হল জে-২০। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের পাওয়া খবরে জানা গেছে প্যাংগং লেকে সুযোগ বুঝে এগিয়ে এসেছিল চিনা সেনা । তবে, জবাব দিয়েছে ভারতীয় সেনাও । কোনওভাবেই চিনা সেনার দখলদারি মেনে নেওয়া হবে বলে এদিন জানিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ।
