0
0
Read Time:1 Minute, 18 Second
করোনায় সবচেয়ে বেশি ঝুঁকি প্রবীণদের। এবার সেই প্রবীণদের সুখবর দিল অক্সফোর্ড। সংস্থার দাবি, তাদের তৈরি কোভিড টিকা নাকি প্রবীণদের উপরেই অসাধারণ কাজ করছে। টিকা নেওয়া ব্যক্তিদের কার্যকারিতার পরীক্ষায় উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলেই জানাচ্ছে সংস্থা।
অক্সফোর্ড সূত্রে খবর, নভেম্বরের গোড়াতেই সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়ে যেতে পারে ব্রিটেনে। অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে কোভিড টিকা তৈরির কাজ করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সারা বিশ্বে টিকা তৈরির দৌড়ে সবচেয়ে আগে রয়েছে এই টিকা। করোনা আক্রান্ত প্রবীণদের এই টিকা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এটা প্রাথমিক ফলাফল। এর সমর্থনে আরও জোরালো তথ্যপ্রমাণ জোগাড়ের কাজ করছেন বিজ্ঞানীরা।