এখনও দাউদাউ করে জ্বলছে মানিকতলা রাসায়নিক কারখানা। জানা গেছে এই কারখানায় রাসায়নিক মজুত থাকার কারণে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হয়েছিল দমকলের দুটি ইঞ্জিন। পরবর্তীতে একে একে সংখ্যা বৃদ্ধি করে মোট ১১ টি ইঞ্জিনে তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে । যদিও এখনও পর্যন্ত এই আগুন নেভানো সম্ভব হয়নি, দমকল বাহিনীর তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে। প্রযুক্তির কারণে জলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ফোম। এই ঘটনায় পরিস্থিতি বিচার করে আনা হতে পারে রোবট ।

অগ্নিকাণ্ডের খবর সামনে আসার পর দ্রুত তৎপরতায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরবর্তীতে দমকল বাহিনীর তৎপরতায় পার্শ্ববর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ দূরত্বে। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভাতে বেশ কিছুটা সময় লাগছে। জানা যাচ্ছে এখনওপর্যন্ত দমকলের ১১ টি ইঞ্জিন কাজ করছে। একটি ফোম টেন্ডারও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রোবট আনা হচ্ছে।