শপথ বাক্য পাঠ করলেন মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 29 Second

আজ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে রওনা হয়ে রাজভবনে পৌঁছানো মাত্রই রাজভবনে উপস্থিত সুধী অতিথিদের সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতিতে খুব অল্পসংখ্যক অতিথিদেরই আহ্বান জানানো গেছে। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী ,দীপক অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, রাজ্যের মুখ্য সচিব, ও স্বরাষ্ট্র সচিব এবং বিরোধী পক্ষের দলনেতা অর্থাৎ কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এবং প্রশান্ত কিশোর।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানোর উদ্দেশ্যে রাজভবনের থ্রোনহলে পৌঁছেছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার, তারপর সেখানে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শপথ বাক্য পাঠ করান তিনি । শপথ বাক্য পাঠ সম্পন্ন হলে , সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী । আইন ভাঙলে নেওয়া হবে কড়া পদক্ষেপ ঠিক এমনই এক হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও করোনা পরিস্থিতিতে সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলেন এই পরিস্থিতিতে সকলকে আমন্ত্রণ করা সম্ভব হলোনা তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অবশ্যই সকলের সাথে দেখা করবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট বোন বলে সম্বোধন করেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার। আগামী দিনে এক সুস্থ এবং সোনার বাংলা দেখার আশাতেই মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন রাজ্যপাল ঠিক এমনটাই জানালেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন মোদির । এম ভারত নিউজ

বাংলায় পরপর তিনবার ক্ষমতায় এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজই শপথ গ্রহণ করলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণের পর অভিনন্দন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি তিনি বলেন,’তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করতে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অভিনন্দন।’ ওদিকে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাজ্যপাল জাগদীপ […]

Subscribe US Now

error: Content Protected