হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত একদিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হল আজ। মাটি ফুঁড়ে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন(TBM) ‘উর্বী’। প্রায় ঘণ্টাখানেক ধরে সুড়ঙ্গ ভেদ করে বেরিয়ে আসে টানেল বোরিং মেশিন। এদিন সুড়ঙ্গ ভেদ করে বেরিয়ে আসার সময় ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। এই সাফল্যের মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন মেট্রোর আধিকারিক থেকে কর্মীরা। এবার ক্রেনের সাহায্যে টানেল বোরিং মেশিনকে পাশের টানেলে বসানো হবে। তারপর শুরু হবে শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত আর একদিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। মেট্রো সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে ‘চণ্ডী’ ও ‘উর্বী’ নামে দু’টি টিবিএম। কিন্তু সুড়ঙ্গের মধ্যেই অকেজো হয়ে পড়ে ‘চণ্ডী’। এ বছর আগস্টের শেষ থেকে ‘উর্বী’ই সুড়ঙ্গ খোঁড়ার পুরো কাজ করেছে। আবার শিয়ালদহ থেকে বৌবাজার, ‘চণ্ডী’র অসমাপ্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজও শেষ করবে ‘উর্বী’। ২০২১-এ প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ঠিক হয়েছে। ৮,৫৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।ইতিমধ্যেই ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে। ২০২১-এ প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ঠিক করা হয়েছে। সে জন্য ৮,৫৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এই প্রকল্প শেষ হলে নদীর তলা দিয়ে এই প্রথম চলবে মেট্রো।
মাটি ফুঁড়ে বেরিয়ে এল ‘উর্বী’। এম ভারত নিউজ
Read Time:2 Minute, 6 Second