মে মাসের পর গঙ্গার এপারে তৃণমূলের ঝান্ডা লাগানোর একটা লোক থাকবে না। বুধবার তৃণমূলকে বিঁধতে গিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পযর্ন্ত মিছিল করে সদর হাওড়া বিজেপি নেতৃত্ব।

মিছিল শেষে এদিনের সভামঞ্চে যোগদান করেন প্রায় শতাধিক তৃণমূল কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।রাজ্য সভাপতি ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়,বারাকপুরের সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মী মনোবল বাড়াতে প্রতিদিন একের পর এক সভা করে চলেছেন বিজেপি নেতারা। একইসঙ্গে যেভাবে তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে তাতে করে একুশের নির্বাচনের তরী পার হতে মমতার দলকে বেশ বেগ পেতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।