আগামী সেপ্টেম্বরেই চালু হতে পারে বাচ্চাদের টিকাকরন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

অবশেষে দেশে শুরু হতে চলেছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ প্রক্রিয়া । আগামী সেপ্টেম্বর মাসেই এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এনকে অরোরা । মূলত করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই বাচ্চাদের টিকাকরণ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে সরকার । এই মুহূর্তে দুই ভ্যাকসিন Zydus vaccine (জাইডাস ক্যাডিলা) ট্রায়ালে সফল বং কোভ্যাকসিনের শেষ মুহূর্তের ট্রায়াল প্রায় শেষ তাই আশা করা যাচ্ছে, জরুরিকালীন ভিত্তিতে বাচ্চাদের দেওয়া হবে Zydus vaccine, যা আগামী সপ্তাহতেই ভারতে আসতে চলেছে । অন্যদিকে, Covaxin-র তিন নম্বর ট্রায়াল প্রায় শেষের পথে।

তাই জাইডাসের পাশাপাশি থাকবে কোভ্যাকসিনও । ডঃ অরোরা জানান, আগস্টের আগেই জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেয়ে যাবে জাইডাস ক্যাডিলা। এই ভ্যাকসিন দিয়েই বাচ্চাদের টিকাকরণ শুরু হবে সেপ্টেম্বর মাসে । তৃতীয় ঢেউ আসার আগে বাচ্চাদের কোভিড থেকে দূরে রাখা নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার দেখার কত শতাংশ বাচ্চাকে এই টিকাকরণের আওতায় আনা যায় । তবে আশা করা যাচ্ছে, তৃতীয় ঢেউ আসার আগে বেশ কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন সন্তানদের অভিভাবকেরা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্নীতির অভিযোগ এসএসসি র প্রকাশ করা নয়া তালিকাতেও । এম ভারত নিউজ

এবার দুর্নীতির অভিযোগ উঠল খোদ স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা নয়া তালিকাতেও । বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কমিশন তাদের ওয়েবসাইটে চাকরিপ্রার্থী দের তালিকা ঘোষণা করে। রিজেক্ট লিস্টে  যে চাকরিপ্রার্থীদের নাম রাখা হয়েছে  তারা অভিযোগ করেছেন  , একাডেমিক মার্কস কমিয়ে ইন্টারভিউ তালিকায় তাদের স্থান বাতিল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, […]
state_139

You May Like

Subscribe US Now

error: Content Protected