অবশেষে দেশে শুরু হতে চলেছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ প্রক্রিয়া । আগামী সেপ্টেম্বর মাসেই এই প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এনকে অরোরা । মূলত করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই বাচ্চাদের টিকাকরণ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে সরকার । এই মুহূর্তে দুই ভ্যাকসিন Zydus vaccine (জাইডাস ক্যাডিলা) ট্রায়ালে সফল বং কোভ্যাকসিনের শেষ মুহূর্তের ট্রায়াল প্রায় শেষ তাই আশা করা যাচ্ছে, জরুরিকালীন ভিত্তিতে বাচ্চাদের দেওয়া হবে Zydus vaccine, যা আগামী সপ্তাহতেই ভারতে আসতে চলেছে । অন্যদিকে, Covaxin-র তিন নম্বর ট্রায়াল প্রায় শেষের পথে।
তাই জাইডাসের পাশাপাশি থাকবে কোভ্যাকসিনও । ডঃ অরোরা জানান, আগস্টের আগেই জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেয়ে যাবে জাইডাস ক্যাডিলা। এই ভ্যাকসিন দিয়েই বাচ্চাদের টিকাকরণ শুরু হবে সেপ্টেম্বর মাসে । তৃতীয় ঢেউ আসার আগে বাচ্চাদের কোভিড থেকে দূরে রাখা নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার দেখার কত শতাংশ বাচ্চাকে এই টিকাকরণের আওতায় আনা যায় । তবে আশা করা যাচ্ছে, তৃতীয় ঢেউ আসার আগে বেশ কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন সন্তানদের অভিভাবকেরা ।