নীতি আয়োগর বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা । এম ভারত নিউজ

Mbharatuser

আগামী শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে । আর সেই সময়ে রাজধানীতেই থাকছেন মমতা ।

0 0
Read Time:2 Minute, 9 Second

আগামী ৭ তারিখ নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর সেই বৈঠকে যোগ দিতেই বৃহস্পতিবার দিল্লি রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাল তিনি দিল্লিতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সূত্রের খবর সেখানে তিনি বাংলার নানান দাবী-দাওয়াগুলি তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে, একশদিনের টাকা এখনও বকেয়া, বাংলা আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। মনে করা হচ্ছে, টাকা যাতে রাজ্য তাড়াতাড়ি পায় সেই জন্যই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। অন্যদিকে আগামী শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে । আর সেই সময়ে রাজধানীতেই থাকছেন মমতা । জগদীপ ধনকড় এই নির্বাচনে বিজেপির মুখ হিসেবে থাকছেন । কোনওদিনই বাংলার রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে খুব একটা বনিবনা ছিলনা । এছাড়া নীতি আয়োগের বৈঠক থাকায় এই সময় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে থাকছেন। তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট নিয়েও আলোচনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী শনিবার অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অর্পিতার পণ্ডিতিয়া রোডের বেনামী ফ্লাটে ফের ইডির হানা । এম ভারত নিউজ

অর্পিতা মুখোপাধ্যায়ের পণ্ডিতিয়া রোডের বিলাসবহুল আবাসনে হানা দেয় ইডি। ইডি সূত্রে খবর, এই আবাসনের ৬ ব্লকে ৫০৩ নম্বর ফ্ল্যাটটি ব্যবসায়ী ঝুনঝুনওয়ালার নামে রইলেও এটি অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামী সম্পত্তি।

Subscribe US Now

error: Content Protected