তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ হতে চলেছে কালই । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

সামনেই বঙ্গ ভোট। নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের দিনলিপি প্রকাশ করা মাত্র, সাধারণ মানুষের চোখ ছিল প্রার্থী তালিকার দিকে । বর্তমানে তাও প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যেই। নির্বাচনের আগে দায়িত্বপূর্ণ কর্মসূচির গুলির মধ্যে একটি হল ইশতাহার প্রকাশ। আগামীকাল বেলা ১টা নাগাদ ।

সূত্রের খবর অনুসারে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আগামীকাল কালীঘাটে নিজের বাসভবনে থেকে ইশতেহার প্রকাশ করতে চলেছেন তিনি। ২০২১-এ ফের রাজ্যের ক্ষমতা দখলের জন্য দলনেত্রীর তৈরি বিশেষজ্ঞ কমিটিই জনতার কাছে চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করবে আগামিকাল।

প্রতিবারের মতো এবারও নির্বাচনী ইশতেহার প্রকাশের জন্য আগেই কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে নিচুতলার কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ বিধায়ক সকলেই ছিলেন এমনকি এই কমিটির সদস্য ছিলেন তিনি নিজেও। কমিটির প্রত্যেক সদস্যের কাছ থেকে তিনি একটি লিখিত ইস্তাহার চেয়েছিলেন যেখানে কোন কোন বিষয়ে লক্ষ্য করে এগোনো উচিত ? তাদের কোন কোন বিষয়ে উন্নতির প্রয়োজন? শুধু আগামীর কর্মসূচি নয়, গত কয়েক বছরে করা উন্নয়ন গুলিকেও ইস্তাহারে প্রকাশ পাওয়াতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে দিতে চলেছেন, তাদের প্রতিশ্রুতিবদ্ধ সোনারবাংলা তৈরিতে তাঁরা কতটা সক্ষম হয়েছেন, যাতে বাংলার মানুষ আগামীদিনেও বিশ্বাস এবং ভরসার সাথে বাংলার মেয়েকে ফিরিয়ে আনতে পারেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধ্বংসী আগুন তিনজলায় ৷ এম ভারত নিউজ

গত কয়েক মাসে বেশ কয়েকবার বিধ্বংসী আগুন এর মুখে পড়ল ,সিটি অফ জয়, মহানগরীর বুকে এর আগেও আগুন লেগেছিল বাগবাজার বস্তিতে ,তবে এবার আগুন লাগল তিলজলার কুষ্টিয়া রোডের রবার কারখানায়। এই এলাকাটি তুলনামূলকভাবে ঘিঞ্জি হওয়ায়, আশেপাশের এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকার জনঘনত্ব বেশি হওয়ার সাথে সাথে আগুন […]

Subscribe US Now

error: Content Protected