করোনার দাপটে এমনিতেই ত্রাহি ত্রাহি রব সারা বিশ্বে। এসবের মাঝে পশ্চিম আফ্রিকার সমুদ্র তীরবর্তী দেশ সেনেগালে দেখা দিয়েছে এক অজানা রোগের। সেদেশের প্রায় ৫০০ জন মৎস্যজীবী মারাত্মক এক চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
১২ নভেম্বর সেনেগালের ডাকার এলাকায় ২০ বছরের এক মৎস্যজীবী যুবকের এই চর্মরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। রোগের উপসর্গ হিসেবে দেখা গেছে, চামড়ায় অসহ্য জ্বালা, ঠোঁট শুকিয়ে যাওয়া, মুখে জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া। এসব উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে আরও আক্রান্তের খোঁজ মিলতে থাকে। দেখা যায় প্রত্যেকেই মৎস্যজীবী। এরপরই প্রশাসনের তরফে আক্রান্ত ৫০০ জনেরও বেশি মৎস্যজীবীকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রোগটির নাম ‘ডারমাটাইটিস’। তবে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন সেনেগাল স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পাশাপাশি ওই এলাকার সমুদ্রের জলও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, করোনা অতিমারীর মধ্যেই অজানা এই রোগের আগমন রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে।