Read Time:1 Minute, 20 Second
প্রতিদিনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর পরিবার, চিকিৎসক থেকে অনুরাগীরা। শনিবার অভিনেতার কিছুটা স্থিতিশীল রয়েছেন বলেই জানান চিকিৎসকরা। কিডনির সমস্যা কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে তাঁর। তৃতীয় ডায়ালিসিসের প্রয়োজন পড়েনি বলেই খবর। হিমোগ্লোবিন এবং পেল্টলেট কাউন্ট কিছুটা কমেছে। দিতে হয়েছে কয়েক ইউনিট রক্তও। তবে পরিস্থিতির নতুন করে অবনতি হয়নি।বর্ষীয়ান অভিনেতার স্নায়বিক সমস্যা থাকলেও, গত দু’দিন ধরে চোখ খোলার চেষ্টা করছেন তিনি। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন। তবে কোভিড এনকেফ্যালোপ্যাথি নিয়ে বেশ চিন্তিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আপাতত বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনেই রয়েছেন প্রবীণ অভিনেতা। এখনই তিনি সঙ্কটমুক্ত নন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
