প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। করোনা আবহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের, সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনার এই ভয়াবহতার কারণে এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই বিকল্প পদ্ধতিতে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। মূলত কোন ছাত্র ছাত্রীর নবম শ্রেণীতে প্রাপ্ত নাম্বার এবং দশম শ্রেণীতে বিদ্যালয়ের তরফ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে মাধ্যমিকের। সেক্ষেত্রে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হল না এবারও। তবে সেক্ষেত্রে যদি কোন ছাত্র-ছাত্রী শংসাপত্রে অসন্তুষ্ট হয় ,তাহলে তাঁদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখা হয়েছে পর্ষদের তরফে।

করোনার এই পরিস্থিতি সামলে উঠতে পারলে আগামী দিনে তাঁদের একটি পরীক্ষা নেওয়া হবে বলে জানানো যাচ্ছে। পর্ষদের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারে গেছে, গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবার পাশের হার ১০০ শতাংশ। উল্লেখ্য করোনা আবহে এই বছর বছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁদের মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। প্রতিবারের মত এবারেও সর্বোচ্চ নাম্বার ৬৯০ এর গণ্ডি পার করেছে। ৭০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন এই নম্বর পেয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা । এম ভারত নিউজ

প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে শক্তি বাড়াচ্ছে চীন। করোনাকালে কঠিন পরিস্থিতিতেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে শক্তি বৃদ্ধি নিয়ে ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ বর্তমান। আর এবার স্যাক্চের বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি নিয়ে ফের উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। জানা যাচ্ছে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধের পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে চিন। এমনকি সাধারণ একটি […]
abroad_235

Subscribe US Now

error: Content Protected