কেন রক্ত ঝরবে পাহাড়ে : মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

পাহাড়ে অশান্তি আর নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে আর এক বিন্দু রক্ত ঝরার পক্ষপাতী নন তিনি। আজ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন অনীত থাপা, রোশন গিরি। তবে সকলে উপস্থিত থাকলেও ছিলেননা বিমল গুরুং। কোনভাবেই পাহাড়ে আর অশান্তি চাইছেন না মুখ্যমন্ত্রী। সেই কথা স্পষ্টভাবে সকলের সামনে জানালেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গত কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে রওনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে তৃতীয় দিন কাটিয়েছেন তিনি। আজ এই বৈঠকে তিনি বলেন, পাহাড় এবং পাহাড়ের মানুষের জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চান তিনি। এছাড়াও আগত নির্বাচন সম্পর্কে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন তৃনমুল ব্যতীত বেশকিছু দল রয়েছে যারা পাহাড়ে আসে কেবলমাত্র ভোটের আগে। বাকি সময়ে পাহাড়ের মানুষদের প্রতি তাদের কোনো রকম দায় বদ্ধতা থাকে না। পরবর্তীতে ওই বৈঠকেই পাহাড়ের অন্যতম বিখ্যাত নেতাদের কাছেই পাহাড়ের সমস্ত সমস্যা স্থায়ী সমাধানের আবেদন জানান তিনি। জানা যাচ্ছে তাদেরকেই প্রথম প্রদর্শক হিসেবে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে তাঁদের সিদ্ধান্ত মতোই কাজ করতে চলেছে এই রাজ্য সরকার। শুধু তাই নয় পাহাড়ের মেয়েদের জন্য আগামী দিনে নিজেদের জায়গা তৈরি করে নেওয়ার মতো সুযোগ করে দিতে চান তিনি। এছাড়া আগামী ২০২৩ সালের মধ্যে পাহাড়ের সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের এই বৈঠক শেষে, রোশন গিরি জানান, সংবিধান সংশোধন করা সম্ভব না হলেও, দ্বিস্তরীয় নির্বাচন করা হোক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্বাচনকে সামনে রেখে প্রদেশ নেতার প্রতি কঠোর সোনিয়া । এম ভারত নিউজ

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারেই দরজায় কড়া নাড়ছে ৷ তার আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠকে বসলেন বিভিন্ন রাজ্যের দলের সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান ও প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে৷ সেই বৈঠকে সোনিয়ার অভিযোগ, দেশজুড়ে লাগাতার মিথ্যাচার করছে বিজেপি-আরএসএস ৷ তা আদর্শগতভাবে প্রতিহত করতে হবে৷ মঙ্গলবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস […]

You May Like

Subscribe US Now

error: Content Protected