ভারতে নয়া দুটি সুরক্ষা ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এম ভারত নিউজ

Mbharatuser

ইউজারদের নিরাপত্তার স্বার্থে এবার ভারতে দু’টি নতুন সুরক্ষা সংক্রান্ত হোয়াটসঅ্যাপ ফিচার চালু করেতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে ফ্ল্যাশ কল এবং মেসেজ লেভেল রিপোর্টিং, এই দুই নতুন ফিচার চালু করা হয়েছে।

0 0
Read Time:3 Minute, 7 Second

ইউজারদের নিরাপত্তার স্বার্থে এবার ভারতে দু’টি নতুন সুরক্ষা সংক্রান্ত হোয়াটসঅ্যাপ ফিচার চালু করেতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে ফ্ল্যাশ কল এবং মেসেজ লেভেল রিপোর্টিং, এই দুই নতুন ফিচার চালু করা হয়েছে। এই সুরক্ষাজনিত ফিচারের মাধ্যমে একটি নির্দিষ্ট মেসেজের মাধ্যমে অ্যাকাউন্ট রিপোর্ট করা সম্ভব। আর হোয়াটসঅ্যাপের ফ্ল্যাশ কল ফিচার আসলে একটি এসএমএস ভেরিফিকেশন পদ্ধতি। হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই অপশন সবসময় বাধ্যতামূলক করা হয়। ইউজারদের অ্যাকাউন্ট যাতে সর্বদা সুরক্ষিত থাকে, সেই লক্ষ্যেই এই দুটি নতুন সিকিউরিটি ফিচার হোয়াটসঅ্যাপে চালু করা হয়েছে।

মেসেজ লেভেল রিপোর্টিংয়ের ক্ষেত্রে যদি ইউজার মনে করেন যে কোনও অ্যাকাউন্ট থেকে তাঁকে বারবার বিরক্ত বা হেবস্থা করা হচ্ছে, তাহলে এবার থেকে একটি নির্দিষ্ট মেসেজের ভিত্তিতেই ওই সন্দেহজক অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। একটি মেসেজের উপর একটু বেশি সময় ট্যাপ করে রাখলেই সহজেই মিলবে রিপোর্ট বা ব্লকের অপশন।

ফ্ল্যাশ কল ফিচারের ক্ষেত্রে ইউজারদের কাছে তাদের নিজেদের ফোন নম্বর ভেরিফাই করার অপশন দেওয়া হচ্ছে। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলে বা পুরনো ডিভাইসেই নতুন করে হোয়াটসঅ্যাপ রি-ইনস্টল করলে সবসময় একটি অটোম্যাটিক কল বা এসএমএসের মাধ্যমে ইউজারদের ফোন নম্বর ভেরিফাই করে নেওয়া হয় হোয়াটসঅ্যাপের তরফে। কেবলমাত্র অ্যানড্রয়েড ফোনের ইউজাররাই সেক্ষেত্রে এই সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের তরফেই একটি অটোম্যাটিক কল আসে ব্যবহারকারীর ফোনে এবং যে ফোন নম্বরে ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে তা যাচাই করে নেওয়া হয়। এর ফলে আলাদা করে আর কোনওরকম এসএমএস ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই ব্যবস্থার চেয়ে নিরাপদ উপায় আর একটিও নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মালদহ বিমানবন্দরে উদ্ধার দুই মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়। এম ভারত নিউজ

মঙ্গলবার সকালে মালদহের বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় উদ্ধার হল এক যুবক-যুবতীর মৃতদেহ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবতীর নাম শাম্বিকা রায় ওরফে খুকু, বয়স ১৮। আরেকজন হলেন বছর ২২-এর যুবক রনি দাস।

Subscribe US Now

error: Content Protected