দীর্ঘ পাঁচ মাস পরে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেখা গেল ভারতে। করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা পার করায় বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশবাসী। তবে নিশ্চিন্ত হলেও ঘাড়ের কাছে এসে এখনও নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। জানা যাচ্ছে গত ৫৪ দিনের সর্বনিম্ন সংক্রমণ দেখা গিয়েছে আজই। গতকালের তুলনায় করোনা সংক্রমনের মাত্রা কমলো ২৩.৫ শতাংশ। শুধু তাই নয় পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যাও সর্বনিম্ন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি সংক্রমণের সংখ্যা কমতে থাকায় পাল্লা দিয়ে কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।

স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন, ২৫ হাজার ১৬৬ জন । জানা যাচ্ছে গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ ঘটেছে আজই। গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা, ৪৩৭। যার ফলে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশের মোট মৃতের সংখ্যা হল, ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের। এছাড়াও গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। ওদিকে এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষ মানুষ।