কবে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩? জানালেন ইসরো প্রধান। এম ভারত নিউজ

admin

ইসরোর একাধিক গবেষকের পরিশ্রম, ১৪০ কোটি সাধারণ মানুষের প্রার্থনা, ধীরে ধীরে গোটা দেশের স্বপ্ন সত্যি হতে চলেছে।

0 0
Read Time:3 Minute, 42 Second

দ্বিতীয় চন্দ্রযানের ভুলগুলো শুধরে শুরু হয়েছে তৃতীয় মিশন। শুক্রবার পূর্ব নির্দিষ্ট মাহেন্দ্রক্ষণ, দুপুর ঠিক ২ঃ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল ৩,৯০০ কেজি ওজনের চন্দ্রযান-৩। এ বারে এই চন্দ্রয়ান অভিযানের অন্যতম অংশীদার ছিলেন উত্তর দিনাজপুরের ভূমিপুত্র ইসলামপুরের অনুজ নন্দী। চন্দ্রযান-৩ ক্যামেরার ডিজাইন করছেন অনুজ নন্দী। অনুজের বিশেষ ইনফ্রায়েড ক্যামেরা পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩ অভিযানে। জানা যায়, অনুজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা। অনুজের এই সাফল্যে খুশি অনুজের পরিবারের লোকজন পাশাপাশি গোটা শহর। ছোট থেকেই বিজ্ঞানী হতে চেয়েছিল অনুজ।

এদিকে, ইসরো প্রধান এস সোমনাথ জানান, চাঁদের যে অংশে চন্দ্রযান ৩ অবতরণ করবে, সেখানে আলোর উৎস রয়েছে৷ ফলে তা থেকেই সৌর শক্তি তৈরি করতে সুবিধে হবে৷ ফলে চন্দ্রযানটি সেখানে অন্তত ১৫ দিন সময় পাবে৷ ইসরোকে শুভেচ্ছাবার্তা দিল নাসা। ১৮ ঘণ্টা পর এখনও পর্যন্ত ‘অল ইজ ওয়েল’। ধীরে ধীরে চাঁদ ছুঁতে যাচ্ছে চন্দ্রযান ৩। ইসরোর একাধিক গবেষকের পরিশ্রম, ১৪০ কোটি সাধারণ মানুষের প্রার্থনা, ধীরে ধীরে গোটা দেশের স্বপ্ন সত্যি হতে চলেছে। এই অবস্থায় বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণাকেন্দ্রগুলিও ভারতকে অভিনন্দন জানাচ্ছে। অভিযান প্রসঙ্গে নাসা কর্তা বিল নিলসন বলেন, “চন্দ্রযান ৩ উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন। সুস্থভাবে চাঁদে পৌঁছক এই মহাকাশযান এমনই আশা করছি। এই অভিযানের প্রেক্ষিতে যে ফলাফল সামনে আসবে তার জন্য প্রতীক্ষা করছি।”

জানা গিয়েছে, এই চন্দ্রযান-৩ মাত্র ১৭ মিনিটে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর কথা। তবে চাঁদে পৌছাতে বেশ খানিকটা সময় লাগবে ইসরোর তৈরি চন্দ্রযানের। বিজ্ঞানীদের অংক বলছে ২৩ বা ২৪ অগাস্ট উপগ্রহের মাটি ছবি চন্দ্রযান-৩। আর চাঁদ অভিযানে ভারতের এই সাফল্যে নিঃসন্দেহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জগতে বিশাল কীর্তি। প্রায় ৪০ দিন সময় নেবে চন্দ্রযান ৩। তা চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে নামবে বলেই জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, এখনও পর্যন্ত বিশের কোনও দেশ চাঁদের সেই প্রান্তে পৌঁছতে পারেনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শাহরুখ, সলমনের পর এবার আলিয়া? নয়া অবতারে দেখা দেবেন আলিয়া! এম ভারত নিউজ

যশরাজের স্পাই ইউনিভার্সে সুপার এজেন্ট হিসেবে সলমন খান, হৃতিক রোশন, শাহরুখ খানের পর কাজ করার কথা চলছে আলিয়া ভাটের।

Subscribe US Now

error: Content Protected