নন্দীগ্রামে বোমা ফেটে মৃত এক শিশু, আহত আরও দুই । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 21 Second

বিধানসভা নির্বাচনের আগে থেকেই খবরের শিরোনামে বারবার উঠে এসেছে নন্দীগ্রামের নাম, সৌজন্যে মমতা-শুভেন্দুর প্রকাশ্য যুদ্ধ। এই রাজনৈতিক চাপানোত্তরের জেরে উত্তাপ বেড়েছে নন্দীগ্রামের মধ্যেও। এবার একটি বাড়ির মধ্যে থাকা বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত আরও দুই শিশু। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের কালিচরনপুর ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদুবাড়িচক এলাকায়। জানা গিয়েছে মৃত শিশুর নাম জাহিরুন খাতুন, বয়স আনুমানিক ৯ বছর।

এইদিন সন্ধ্যা নাগাদ এলাকার তিন শিশু একটি বাড়ির মধ্য খেলতে গিয়ে একটি পাত্র পড়ে থাকতে দেখতে পায়। আর সেই পাত্র হাতে তুলতে গিয়ে বোমা মাটিতে পড়ে গিয়ে প্রবল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিন শিশু। স্থানীয়রা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে নিয়ে যায়। তার মধ্যে একটি শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কলকাতা নিয়ে যাওয়া হয়। আর সেখানেই শিশুটির মৃত্যু হয় বলেই জানা গিয়েছে। বাকি দুজনে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।কোথা থেকে বোমাগুলি এলো তা নিয়ে তদন্ত চলছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নন্দীগ্রামের রাজনৈতিক টানাপোড়েনের বলি এই তিন শিশু এমনটাই দাবি এলাকাবাসীদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইউটিউব থেকে মাসিক আয় চার লক্ষ টাকা : নীতিন গাডকরি । এম ভারত নিউজ

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানান ইউটিউব থেকে তাঁর প্রাপ্ত মাসিক রয়েলিটির পরিমাণ ৪ লক্ষ টাকা । একজন নামিদামি ইউটিউবারের সমান রয়েলিটি পান তিনি। করোনাকালীন কঠিন পরিস্থিতির সময় এই প্লাটফর্মে বেশকিছু বক্তৃতার ভিডিও দর্শকদের জন্য পোস্ট করেছিলেন তিনি।বর্তমানে সেই ভিডিও গুলিতে ভিউয়ার সংখ্যা বাড়তে শুরু করেছে। এই জন্যই অধিক পরিমাণ টাকা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected