কবে শেষ হবে রাম মন্দির নির্মাণের সমস্ত কাজ? জানুন কি বলছে ট্রাস্ট। এম ভারত নিউজ

admin

পুরো কমপ্লেক্সের ভিতরে কিছু প্রকল্পের কাজে সময় লাগতে পারে এবং আগামী……

0 0
Read Time:3 Minute, 29 Second

অযোধ্যায় গত ২২ জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে যোগ দিয়েছিলেন। কিন্তু রাম মন্দিরের সমস্ত নির্মাণ কাজ ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেই জানা যাচ্ছে৷ ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ রাম মন্দিরে নির্মাণ কাজ শেষ করার সময়সীমা হিসাবে এটিই নির্ধারণ করেছে বলে জানিয়েছে। ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাস্টের সদস্য অনিল মিশ্রের মতে, পুরো কমপ্লেক্সের ভিতরে কিছু প্রকল্পের কাজে সময় লাগতে পারে এবং আগামী বছরের শেষ নাগাদ তা শেষ হবে৷ যোগী আদিত্যনাথ সরকার মন্দির কমপ্লেক্সের বাইরে অযোধ্যায় বর্তমান প্রকল্পগুলির জন্য সময়সীমাও নির্ধারণ করেছে যা আগামী বছর শেষ হবে।

রাজ্য ও কেন্দ্রীয় সরকার মন্দিরের শহরের উন্নয়নে ৩২,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। অযোধ্যায় তিনতলা বিশিষ্ট রাম মন্দিরের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে, মন্দির নির্মাণ কমিটির সভাপতি নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন- বিস্তৃত মন্দির কমপ্লেক্সে অন্যান্য কাঠামোও থাকবে।

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই নির্দেশ দিয়েছেন, “কোনও কাজ এমনভাবে করা যাবে না যা নিয়ম, নীতি, মর্যাদায় পুরুষোত্তম রামের জীবন বিরোধী হয়”।

মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন বলেন, তাঁরা আশা করেন ভক্তরা নির্মাণের গুণগত মান এবং দীর্ঘায়ু নিয়ে সন্তুষ্ট হবেন। তাঁরা আশা করেন যে, এটি কমপক্ষে ১০০০ বছর স্থায়ী হবে, তাই তাঁদের দায়িত্বও বেড়েছে।

তিনজন ভাস্কর যতগুলি মূর্তি তৈরী করছেন তার মধ্যে একটি মন্দিরে স্থাপন করা হয়েছে। রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতরে আরও বারোটি মন্দির তৈরি হচ্ছে। সম্পূর্ণরূপে সম্পন্ন হলে, মন্দিরটি ১৬১ ফুট উঁচু, ২৩৫ ফুট চওড়া এবং ৩৬০ফুট লম্বা হবে। মন্দির নির্মাণ কমিটির সভাপতি নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “নির্মাণ কাজে সংশ্লিষ্ট ট্রাস্ট তার গতি হারাতে চায় না।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুসলিম পক্ষের আবেদন খারিজ, জ্ঞানভাপী মসজিদে হবে পুজো! এম ভারত নিউজ

শুধু তাই নয়, মসজিদ চত্বরে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য......

Subscribe US Now

error: Content Protected