রাজ্যপালের ‘দুর্গা রত্ন’ পুরষ্কার পেল কোন পুজো? জানুন। এম ভারত নিউজ

admin

জনগণের ভোটের মধ্যে দিয়েই বেছে নেওয়া হয়েছে ৪টি পুজোকে

0 0
Read Time:2 Minute, 34 Second

এই প্রথম বাংলার পুজোয় রাজ্যপাল আনন্দ বোস। আর প্রথম বছরেই বাংলার পুজোগুলির মধ্যে বাছাই করা পুজোকে বেছে নিলেন সেরার সেরা হিসেবে। পুজোর আগেই বোস দূর্গা রত্ন পুরষ্কারের কথা ঘোষণা করেছিলেন। আর সেই শিরোপাই এবার তুলে দিচ্ছেন তিনি সাধারণ মানুষের দ্বারা মনোনীত পুজোগুলির মধ্যে থেকেই। আসলে জনগণের ভোটের মধ্যে দিয়েই বেছে নেওয়া হয়েছে ৪টি পুজোকে। থিম, মণ্ডপসজ্জা থেকে বিষয় ভাবনার ওপর ভিত্তি করে দুর্গা রত্ন পুরস্কারের জন্য পুজোগুলিকে বেছে নিয়েছেন রাজ্যপাল। দশমীতে ভাসানের সময়েও রাজ্যপালকে গঙ্গাঘাটে উপস্থিত থাকতে দেখা গেছে। আর দশমীর দিনই বিশেষ পুরস্কার দেওয়ার জন্য তিনি ৪ সেরা পুজোকে বাছাই করে নিয়েছেন। এই সেরার সেরা তালিকায় রয়েছে কোন পুজো জেনে নেওয়া যাক।

উত্তর কলকাতার পুজো ‘টালা প্রত্যয়’-এর নাম রয়েছে এক্কেবারে উপরে। এরপরেই যে পুজো জায়গা করেছে সেটি হল -হুগলির অন্যতম পুজো ‘কল্যাণী আইটিআই’। তৃতীয় স্থান দখল করেছে উত্তর ২৪ পরগনার বরানগরের ‘বন্ধুদল স্পোর্টিং ক্লাব’-এর পুজো। আর অন্তিমে রয়েছে – বরানগরের ‘নেতাজি কলোনি লো ল্যান্ড’। সবক’টি পুজোতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেই কারণেই বিভিন্ন বিভাগ থেকে বিচার করে এই পুজোগুলিকে বেছে নিয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে ই মেল আইডি দেওয়া হয়েছিল। সেখানেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল পুজো উদ্যোক্তারা। তারপর সাধারণ মানুষের ভোটের মাধ্যমেই বেছে নেওয়া হল এই চার পুজোকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যকে ৭৬৬ কোটির ক্ষতিপূরণ দেবে 'টাটা'! সিঙ্গুর মামলায় নয়া মোড়। এম ভারত নিউজ

উল্লেখ্য, বাম আমলেই সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়ার কথা বলা হয়

Subscribe US Now

error: Content Protected