বিজেপির হুইপ অমান্য করলেন স্বয়ং মোদি-শাহ, কটাক্ষ ডেরেকের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

ইতিমধ্যে শেষ হয়েছে বাদল অধিবেশন। আর তারপরই ডেরেকের কটাক্ষের শিকার হতে হল নরেন্দ্র মোদিকে। বাদল অধিবেশনের শেষ পর্যায়ে বিজেপি তরফে জারি করা হুইপ মানেনি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কারণেই মাত্র ২৪ ঘন্টার মধ্যেই একটি ভিডিও প্রকাশ করে, খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বাদল অধিবেশনের শেষ দু দিনে একাধিক বিল পাস করার উদ্দেশ্যে হুইপ জারি করা হয়েছিল বিজেপি তরফে। দলের অন্য সকল সদস্য হুইপ মানলেও হুইপ মানেননি মোদি- শাহরা। ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন ডেরেক ও’ব্রায়েন। জানতে চেয়েছেন বিল পাশের সময় ভোট প্রক্রিয়াতে কেন অংশগ্রহণ করেননি নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই আটটি প্রশ্ন তুলে ধরেছেন তিনি।

এ প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন বলেন “বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল,অনুরাগ ঠাকুর, প্রহ্লাদ যোশি, মুখতার আব্বাস নাকভি,ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান, অর্জুন মেঘওয়াল,বি মুরলীধরন সাংবাদিক বৈঠক করার সময় অভিযোগ তুলেছেন, বাদল অধিবেশনের সময় বিরোধীরা সংসদে বিশৃঙ্খলা ছড়িয়েছে। সেক্ষেত্রে সমস্ত বিরোধী দলের উচিত দেশের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তবে ইতিমধ্যেই ৮ মন্ত্রীর কাছে একটি করে প্রশ্ন রেখেছিলাম কিন্তু তাঁরা কেউ জবাব দেননি। যদিও এটাই কাম্য ছিল। এখন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি অনগ্রসর জাতি বিষয়ক বিল পাসের ভোটাভুটিতে কেন গ্রহণ করেননি তিনি? আশা রাখছি এই প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশে করোনার সংক্রমণ কমলেও আতঙ্কে কেরালা । এম ভারত নিউজ

দেশব্যাপী সংক্রমণ নিম্নগামী, অথচ কেরালার গ্রাফ বিপরীতে। দেশে করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ হওয়ায় সময় চিন্তার ভাঁজ কপালে ফেলেছিল কেরালা সহ বেশ কয়েকটি রাজ্য। তবে স্বস্তির খবর গোটা দেশে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর থেকে টানা কিছুদিনের ঊর্ধ্বগতির পর কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন অনুসারে দেশে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected