নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়া জেলা কমিটির পরিচালনায় দেশের একমাত্র পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাষ্টের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হল। রবিবার পুরুলিয়া বিকাশ ভবনে এই বৈঠকের আয়োজিত হয়। এদিনের সাংবাদিক বৈঠকে জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরব রায়, পরামর্শদাতা জিৎ রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌনক গুহ, পুরুষ কথা পত্রিকার সহ সম্পাদক রূপ বন্দ্যোপাধ্যায়। ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সত্যজিৎ দে সহ অন্যান্যরা।
বাংলার পুরুষ অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবেল ট্রাস্টের প্রতিষ্ঠাতা গৌরব রায় বলেন, বর্তমান সমাজে যেখানে সবার সুরক্ষার জন্য কেন্দ্রে ও রাজ্যে আলাদা আলাদা আইন এবং মন্ত্রণালয় আছে বিশেষত নারী কমিশন, নারী অধিকার সংগঠন সঙ্গে সরকারি সাহায্য সেখানে পুরুষদের জন্য নেই কোনো আইন, কমিশন বা মন্ত্রণালয়।সারা বিশ্বের সঙ্গে সঙ্গে সারা ভারতে সমস্ত আইন পুরুষ বিদ্বেষী এবং নারীকেন্দ্রিক। এই আইনের অপব্যবহার আজ চরম আকার ধারণ করেছে এবং সমাজের পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিনিয়ত তার শিকার ও শোষিত হয়। আর এই পরিস্থিতি থেকে বেরনোই সংগঠনের একমাত্র লক্ষ্য বলেও জানান তিনি।