শুধুমাত্র আশুতোষ কলেজ নয় বজবজ কলেজের মেধা তালিকাতেও সানি লিওনের নাম দেখা গিয়েছে । নকল সানি লিওনের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কলেজের তরফে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় তদন্তের আর্জি জানানো হয়েছে। এই বছর অনলাইনে আবেদন প্রক্রিয়া চলায় অনেক ভুয়ো আবেদন জমা পড়েছে বলেই দাবি কলেজ কর্তৃপক্ষের । ইতিমধ্যে আশুতোষ কলেজের ওই আবেদনকারীর ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস-সহ বেশ কিছু নথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কলেজ সুত্রে জানা গেছে সানি লিওন নামের ওই আবেদনকারীর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭–৬৬৬৬ । ইংরেজিতে অসংরক্ষিত ক্যাটেগরিতে কয়েক হাজার আবেদন জমা পড়েছে এই নামজাদা কলেজে। আর সেখানে প্রথমেই জ্বলজ্বল করছে সানি লিওনের নাম! দেখা যাচ্ছে, সেরা চারটি বিষয়েই একশোয় একশো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ।
