কোন পথে মূল্যায়ন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ? জানাল বোর্ড । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

করোনা আবহে গত বছর থেকেই বন্ধ মাধ্যমিক উচ্চমাধ্যমিক। কিন্তু কোনপথে হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন? এবার এই প্রশ্নেরই জবাব দিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবারই দুই বোর্ডের সভাপতিরা ঘোষণা করলেন মূল্যায়ন পদ্ধতি। বেশ জটিল অঙ্কের মাধ্যমেই করা হবে মূল্যায়ন। মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণীর প্রাপ্ত নাম্বার এবং দশম শ্রেণীর আভ্যন্তরীণ পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই হবে মূল্যায়ন। তবে সেই নাম্বারে কেউ অসন্তুষ্ট হলে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নেওয়া হবে সেই পরীক্ষা। অন্যদিকে আবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে,পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত চারটি বিষয়ের মোট নাম্বার যুক্ত করে তার ৪০% কে গ্রহন করা হবে। একাদশ শ্রেনীর প্রাপ্ত নাম্বারের ৬০% গ্রহন করা হবে। মোট ১০০ নম্বরের মধ্যে থিওরি যদি ৭০ নম্বরের হয়, তাহলে তার ৬০ শতাংশ অর্থাৎ ৪২ নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। বাকি থাকছে ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালে যে নম্বর পাবে পড়ুয়া, সেই নম্বরের পুরোটা যোগ হবে। এহেন জটিল অঙ্ক কষেই এবার নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শূন্য হল জীবনের ট্র্যাক, চলে গেলেন মিলখা সিং । এম ভারত নিউজ

৯১ বছরে দৌড় থামল মিলখা সিংহের। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাই কেড়ে নিল তাঁর প্রাণ। দৌড় থামল মিলখা সিং-এর। কীভাবে আর উড়ান উপহার পাবো আমরা? তুমিই তো ছিলে ‘ Flying Sikh’ আর ফিরবে না চোখের পলকেই পার করা ছুটে যাওয়াগুলো। তবে রাস্তায় […]

Subscribe US Now

error: Content Protected