করোনা পরিস্থিতিতে দেশের ইউনিয়ন বাজেট অধিবেশন করার সময় ,বারংবার মধ্যবিত্তের কথা মাথায় রাখার কথা বলা হয়েছিল । তবে বাজেট অধিবেশনের কিছুদিনের মধ্যেই ফের বাড়ছে জ্বালানি সহ এলপিজি গ্যাসের দাম। আজ তিলোত্তমায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ৯০ এর কাছাকাছি। আইওসি-র পাম্পে লিটার-পিছু পেট্রোল ২৮ পয়সা বেড়ে হল ৯০.০১ টাকা। একেই করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের পকেটের টান , তার ওপরে পেট্রোলের দাম বাড়তে থাকায় দুশ্চিন্তা বাড়ল শহরবাসির।

শনিবার কলকাতায় প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল যথাক্রমে ২৯ পয়সা ও ৩৭ পয়সা করে৷ শহরে ডিজেলের দাম গিয়ে দাঁড়ায় ৮২ টাকা ৩৩ পয়সায়।
গত কয়েক মাসে পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে ঊর্ধ্বগামী খুব তাড়াতাড়ি তা সেঞ্চুরি করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
যদিও পেট্রোলের দাম এভাবে বাড়ার পেছনে একটি বিশেষ কারণ আছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। করোনা পরিস্থিতিতে সমস্ত দেশে লকডাউন জারি করা হয়েছিল, ফলে পেট্রোলের আমদানি এবং রপ্তানিকারক দেশগুলি বিপাকে পড়েছিল। ফলে বর্তমানে পেট্রোলের শুল্ক বৃদ্ধি যুক্তিসঙ্গত হলেও বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। ওদিকে বিরোধীদের মধ্যে মোদি সরকারের আমলে সর্বোচ্চ পরিমাণ শুল্ক বৃদ্ধি হয়েছে জ্বালানিতে।