নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরীর কারখানার হদিশ। দীর্ঘদিন ধরেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হাজরাকাটার হোসেনপুর এলাকায় লেদ কারখানা রয়েছে ওই এলাকার বাসিন্দা শেখ হাকিমুদ্দিনের। গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই কারখানার আড়ালে চলছে অস্ত্র কারখানা। এরপরই হানা দেয় পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার কয়েকটি সম্পূর্ণ ও কয়েকটি অসম্পূর্ণ পিস্তল। লেদ কারখানার মালিক শেখ হাকিমুদ্দিন ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রয়ীন প্রকাশ জানিয়েছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর থেকেই জেলা জুড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। এরমধ্যেই নন্দীগ্রামে এই লেদ কারখানায় অস্ত্র তৈরীর খবর পেয়ে অভিযান চালানো হয়। এর পেছনে রাজনীতির কোন যোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে ভোট উত্তাপের পারদ। গত কয়েক দিন ধরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী হবে কিনা তাই নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যেই লেদ কারখানার আড়ালে অস্ত্র কারখানার হদিশ মেলায় আবারও রক্তাক্ত নির্বাচনের আশঙ্কায় ভুগছে জেলাবাসী।