
রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমন। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ। এই পরিস্থিতিতে এবার করোনা রোগী ভর্তি নেওয়া বন্ধ করল কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ। যতজন রোগী ভর্তি আছেন, ঠিক ততজনেরই অক্সিজেন আছে হাসপাতালে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার দুপুর থেকে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ করল ন্যাশনাল মেডিকেল কলেজ। বৃহস্পতিবার অবধি ১৫০ জন করোনা রোগী ভর্তি ছিলেন হাসপাতালে। অভিযোগ আসছিল যে হাসপাতালে অক্সিজেনের অভাব রয়েছে। যেকোনো সময়েই মারা যেতে পারেন একাধিক রোগী। কিন্তু এদিন হাসপাতাল সুপার জানান “হাসপাতালে অক্সিজেনের কোনও সমস্যা নেই। তবে দ্রুত নতুন অক্সিজেন প্যানেল তৈরি করতে হবে। এই মুহূর্তে হাসপাতালে দেড়শো জনকে অক্সিজেন দেওয়ার প্যানেল রয়েছে। এমন অক্সিজেন প্যানেল তৈরি করতে হবে যাতে আড়াইশো রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করা যায়। তা করতে দিন সাতেক সময় লাগবে।” এই খবর প্রকাশ্যে আসার পরই স্বভাবতই চিন্তার ভাঁজ আমজনতার কপালে। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে এই অবস্থা বেশিদিন স্থায়ী হবেনা। নতুন অক্সিজেন প্যানেল তৈরি হয়ে গেলেই আবার আগের মতই ভর্তি নেওয়া হবে রোগীদের।