টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগিরদের জর্জিয়ান কোচ টেমো কাসারাশভিলিকে বরখাস্ত করা হল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে।টোকিও অলিম্পিক শুরু হতে এখনও বাকি ৪২ দিন। আর তার আগেই, বিভিন্ন খেলার ১০০ জন অ্যাথলিট টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি আগামী দিনগুলিতে আরও অ্যাথলিটদের এই অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে আশাবাদী স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতের আটজন ফ্রি-স্টাইল কুস্তিগির অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেও এখনও পর্যন্ত একজনও ভারতীয় গ্রেকো রোমান কুস্তিগীর এই ইভেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি। আর সেই সুবাদেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই গ্রেকো-রোমান কুস্তির জর্জিয়ান কোচকে বরখাস্ত করল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, “একজনও গ্রেকো-রোমান কুস্তিগির অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে না পারার জন্য এস এ আই বিদেশি কুস্তি কোচ টেমো কাসারাশভিলিকে তাঁর চুক্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সুপারিশ করার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সাইয়ের সঙ্গে কাসারাশভিলির চুক্তি ২০১৯ ফেব্রুয়ারি থেকে অলিম্পিক পর্যন্ত ছিল।”