টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হল কোচকে।এম ভারত নিউজ।

user
0 0
Read Time:2 Minute, 8 Second

টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগিরদের জর্জিয়ান কোচ টেমো কাসারাশভিলিকে বরখাস্ত করা হল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে।টোকিও অলিম্পিক শুরু হতে এখনও বাকি ৪২ দিন। আর তার আগেই, বিভিন্ন খেলার ১০০ জন অ্যাথলিট টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি আগামী দিনগুলিতে আরও অ্যাথলিটদের এই অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে আশাবাদী স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতের আটজন ফ্রি-স্টাইল কুস্তিগির অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেও এখনও পর্যন্ত একজনও ভারতীয় গ্রেকো রোমান কুস্তিগীর এই ইভেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি। আর সেই সুবাদেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই গ্রেকো-রোমান কুস্তির জর্জিয়ান কোচকে বরখাস্ত করল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, “একজনও গ্রেকো-রোমান কুস্তিগির অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে না পারার জন্য এস এ আই বিদেশি কুস্তি কোচ টেমো কাসারাশভিলিকে তাঁর চুক্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সুপারিশ করার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সাইয়ের সঙ্গে কাসারাশভিলির চুক্তি ২০১৯ ফেব্রুয়ারি থেকে অলিম্পিক পর্যন্ত ছিল।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুকুল রায়ের দলত্যাগের পর জরুরি বৈঠকে মোদির-শাহ-নাড্ডারা। এম ভারত নিউজ

কিছুক্ষণ আগেই বিজেপি থেকে দলত্যাগ করেছেন মুকুল রায়, যোগদান করেছেন তৃণমূলে। আর তারপরই বিজেপির কেন্দ্রীয় শিবিরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত মন্ত্রিসভায় কোনরকম রদবদল দেখতে পাওয়া যায়নি। সম্ভবত সে […]

Subscribe US Now

error: Content Protected