ভারতীয় সীমান্তে অশান্তি লেগেই রয়েছে । এমতাবস্থায় ভারতীয় সামরিক শক্তির প্রদর্শন আমরা বারবার পাচ্ছি । নিজের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে ভারত । ইতিমধ্যেই বেশ কয়েকটি মিসাইলের সফল উৎক্ষেপণ তার প্রমাণ । এবার আরও এক নতুন মিসাইল পরীক্ষা করল ভারত । গতকাল শুক্রবারই বিকেল ৩ টে ৫০ মিনিটে ওডিশা উপকূলের চাঁদিপুর থেকে Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) মিসাইল লঞ্চ করা হয় । পরীক্ষা করার জন্য পাইলটবিহীন একটি এয়ারক্রাফটকে টার্গেট করে মিডিয়াম রেঞ্জে আঘাত হানে QRSAM । সাফল্য পাওয়ার পরই বাণিজ্যিকভাবে এই মিসাইল তৈরির কাজ শুরু হতে চলেছে । এই মিসাইল চলন্ত অবস্থাতেই টার্গেট স্থির করে অ্যাটাক করতে পারে। মূলত ভারতীয় সেনার এয়ার ডিফেন্সের জন্যই এই মিসাইল তৈরি হয়েছে। বার বার সামরিক শক্তির উন্নত হওয়ার প্রমাণ দিয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে কোন পরিস্থিতির জন্যেই তারা প্রস্তুত ।
