করোনা আবহে এবার রাজ্যগুলির সচীব এবং জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের সহ আরও নয়টি রাজ্যের সঙ্গে বৈঠক করবেন তিনি এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। আগামী ২০ই মে সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে করা হবে এই বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এড়িয়ে জেলা প্রশাসনিক প্রধানের সাথে এহেন বৈঠকের ঘোরতর আপত্তি জানিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস। এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী এই অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের দাবী মুখ্যমন্ত্রীকে এড়িয়ে এভাবে কোনো বৈঠক ডাকতে পারেন না প্রধানমন্ত্রী।

আগামী ২০ই মে রাজ্যের ৯টি জেলার জেলাশাসক এর সাথে বৈঠকের কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম বর্ধমান এই নয় জেলার জেলাশাসকদের সাথেই হবে বৈঠক। বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শীর্ষ আধিকারিকদেরকেও। অবশ্য রাজ্য আধিকারিকরা কেউ থাকবেন কিনা ওই বৈঠকে তা ঠিক করা হবে নবান্নের মাধ্যমেই। এই বৈঠকের প্রেক্ষিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের আপত্তিতে, কেন্দ্র রাজ্যের মধ্যে আবার নতুন করে শুরু হলো সংঘাত এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
এর আগে প্রধানমন্ত্রীর তরফে ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলেও এখনও কোনো রকম আলোচনা করা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। শুধু তাই নয় ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা টিকা এবং ওষুধ চেয়ে প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি পাঠালেও কোনো উত্তর মেলেনি তারও। এরই মধ্যে মুখ্যমন্ত্রী কে এড়িয়ে সরাসরি জেলাশাসকদের সাথে বৈঠককে মোটেই সহজভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের শাসকদল। এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া হতে চলেছে কেন্দের তা নিয়ে উঠছে প্রশ্ন।