ভোটের দিন আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী কৌশিক ভৌমিক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 11 Second

চতুর্থ দফার ভোটে বাংলা রক্তাত্ব হয়েছিল, ফের  রাজ্যে পঞ্চম দফা ভোট শুরুর আগেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটে বাধাদানের অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াল নদিয়ার চাকদহে। সেখানে দেখা গেল, প্রকাশ্য রাস্তায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক! তা দেখেই ভোটারদের মনে আতঙ্ক ছড়ায়। ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যেতেও সাহস পাচ্ছিলেন না। পরে বিষয়টি নিয়ে জলঘোলা হতেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।বঙ্গের পঞ্চম দফা ভোটে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী দাপট, রাস্তায় ঘোরাঘুরি, ভীতি প্রদর্শন – এসব পরিচিত দৃশ্য। তবে খোদ প্রার্থীর হাতে দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র , এমনটা বোধহয় খুব একটা দেখা যায়নি। তারপর আবার এবারের ভোট শান্তিপূর্ণ ভাবে করতে নজিরবিহীনভাবে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী হিংসা অব্যাহতই রয়েছে রাজ্যে।

আজ অর্থাৎ শনিবার দুপুরে চাকদহের নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের হাতে দেখা গেল একটি দেশি পিস্তল।সেটা আড়ালেরও চেষ্টা করেননি তিনি, রামলাল হাইস্কুলের কাছে প্রার্থীকে বন্দুক হাতে ঘুরতে দেখে আতঙ্ক ছড়ায় নিকটবর্তী বুথের লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে। এ নিয়ে শোরগোল হতেই, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রকাশিত হওয়ার পরই অবশ্য পিস্তলটি পাঞ্জাবির পকেটে লুকিয়ে হেঁটে যান ওই নির্দল প্রার্থী| কেন ভোটের দিন সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরলেন নির্দল প্রার্থী? এই প্রশ্নের উত্তরে তাঁর সাফাই, তিনি নিজে পিস্তল নিয়ে বেরননি। বরং বেরিয়ে একটি জায়গায় পিস্তল-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখে, তা নিয়ে থানায় জমা দিতে যাচ্ছিলেন। সেই ফাঁকে কেউ বা কারা তাঁর ছবি তুলে অন্যভাবে বিষয়টি পরিবেশন করেছে। ভিডিওতে সম্পূর্ণ ভুলভাবে তাঁর ভূমিকা দেখানো হয়েছে বলে রীতিমতো রাগত স্বরে বলতে শোনা গেল কৌশিক ভৌমিককে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সরগরম রাজ্য রাজনীতি, জমায়েত সরাতে লাঠিচার্জ পুলিশের । এম ভারত নিউজ

এলাকা নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। একধিক জায়গায় জমায়েত সরাতে এবার লাঠি চার্জ করলো বিধাননগর পুলিশ। শীতলকুচির ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি প্রায় উত্তাল হয়ে রয়েছে। তাই পঞ্চম দফা নির্বাচনের আগেই সমস্ত রকম সর্তকতা অবলম্বন করা হয়েছিল কিন্তু আজ সকাল থেকেই পঞ্চম দফা নির্বাচন উপলক্ষে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে সামনে। ইতিমধ্যে […]

Subscribe US Now

error: Content Protected