পুরভোটের আগেই বহু বাস তুলে নেওয়ার ইঙ্গিত প্রশাসনিক কর্তাদের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 50 Second

ইদানীং এমনিতেই কম রাজপথে বাসের সংখ্যা । এরই মধ্যে শহরের পথে ১৭ ডিসেম্বর থেকে বেসরকারি বাস প্রায় অদৃশ্য হবে । সে-সব বাস ‘রিলিজ’ পাবে ঠিকই ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট শেষ হওয়ার পরে , কিন্তু পথে ফিরতে বেসরকারি বাস-মালিকদের ২২ ডিসেম্বর হয়ে যাবে বলেই অনুমান । যে ভাবে বেসরকারি বাস কাজে লাগানোর পরিকল্পনা হয়েছে আসন্ন পুরভোটে , তাতেই তাঁরা এই আন্দাজ দিচ্ছেন । তার মানে, দিন পাঁচেক পথে বেরোনো মানুষের দুর্ভোগ বাড়ারই আশঙ্কা থাকছে।

বড় বাসের ক্ষেত্রে ভাড়া ২৩০০ টাকা, মিনিবাস হলে ১৯০০ টাকা। ভোটের কাজে বাস পাঠানোর আগে মালিকদের মোট ভাড়ার অন্তত ৮০ শতাংশ আগাম দিয়ে দেওয়ার শর্তে প্রশাসনিক কর্তারা রাজি হয়েছেন । অতীতে ভোটে বাস ভাড়া দেওয়ার পরে সময়ে টাকা না পাওয়া নিয়ে বাস-মালিকদের বিস্তর অসন্তোষ আছে । এ বার সেই সমস্যা যাতে না হয়, এই ব্যবস্থা তার জন্যেই ।পরিকল্পনা হয়েছে পুরভোটে মোট ১৩৯০টি বাস ভাড়ায় নেওয়ার । ৩০০ মিনিবাসের সঙ্গে ৪০০ স্কুলবাস ধরা হচ্ছে।বাস কমতে শুরু করবে ১৭ তারিখ বিকেল থেকে । ২১ তারিখ আবার গণনা। সুতরাং ২২ ডিসেম্বর থেকে যাত্রীরা আবার পথে বাস পাবেন , এমনই ইঙ্গিত তাঁদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নাম না করেই ক্যাটরিনার প্রশংসা কঙ্গনার মুখে । এম ভারত নিউজ

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের গোপন বিগ ফ্যাট বিয়ের দিকেই এখন তাকিয়ে প্রত্যেকে। সব লাইমলাইট কেড়ে নিয়ে গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত নানা খবর। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি দুই তারকাই। তবে এ বার নাম না করেই বয়সে ছোট ভিকিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার […]

Subscribe US Now

error: Content Protected