সুপ্রিম কোর্টে স্বস্তি কৈলাস-মুকুলের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

রাজ্যের বিভিন্ন থানায় করা ভুয়ো মামলায় শীর্ষ আদালতে স্বস্তি পেলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপির পাঁচ নেতা। শুক্রবার সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় শতাধিক মামলায় অভিযুক্ত বিজেপি–র পাঁচ নেতাকে গ্রেফতার করা যাবে না।

কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, পবন সিং এবং সৌরভ সিং-য়ের নামে রাজ্যের একাধিক থানায় ১০০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। এ সব মামলার বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করে বিজেপি। ‌কিন্তু সেখানে কোনও লাভ না হওয়ায় সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি–র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সেই মামলার শুনানিতেই এদিন জানানো হয় পরবর্তী শুনানির আগে পর্যন্ত ওই পাঁচ বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না।

এদিন এ প্রসঙ্গে বিজেপি–র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সুপ্রিম রায়ে নির্বাচনের আগে স্বস্তি পেয়ে বলেন, ‘‌রাজ্য সরকারের গালে এটা একটা বড়সড় চড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ন্যায় আশা করা সম্ভব নয়। আমরা ভয় পাচ্ছিলাম, যখন–তখন মমতা পুলিশ পাঠিয়ে আমাদের গ্রেফতার করে জেলে পুড়বে।’‌

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপিতে যেতে পারেন মুকুলের ছায়াসঙ্গী সুজিত সাম । এম ভারত নিউজ

নির্বাচন যত এগিয়ে আসতেছে বঙ্গ রাজনীতিতে ততই বাড়ছে তৃণমূলের রক্তক্ষরণ। প্রতিদিনই দল ছাড়ছেন কোন না কোন নেতা। একসময়ের মুকুল রায়ের ছায়াসঙ্গী তৃণমূলের ছাত্রনেতা সুজিত সাম যোগ দিতে পারেন বিজেপিতে। আগামী সোমবার রাজ্য বিজেপির সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এই দাপুটে ছাত্রনেতার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেবেন। এমনটাই […]

Subscribe US Now

error: Content Protected