প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর । তিনি কাজ করেছেন প্রসেনজিৎ থেকে শুরু করে টলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। অভিষেক বচ্চনের বিয়ের পোশাকও ডিজাইনি করেছিলেন শর্বরী। তাঁর এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই । জানা গিয়েছে, গতকাল সকাল থেকেই তাঁকে ফোনে পাওয়া যায়নি । এর পরেই গভীর রাতে বাড়ির শৌচাগারে তাঁর দেহ মেলে । প্রাথমিক ভাবে সন্দেহ, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁ তা আগেই স্পষ্ট করেছে পুলিশ । বাড়ির লোকের বয়ান অনুযায়ী, শর্বরী দত্ত হরমোনাল ওষুধের ওভার ডোজে বাথরুমে মাথা ঘুরে পড়ে যান। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় । পুলিশ গিয়ে পৌঁছলে দেখে মৃতদেহ বেডরুমের বিছানায় শোয়ানো । বাড়ির লোক হঠাৎ মৃতদেহ সরাতে কেন গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে । তদন্তে পুলিশ ।
