বাতিল করা হল রাজধানী শতাব্দি সহ ২৮ টি এক্সপ্রেস ট্রেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:4 Minute, 41 Second

বাতিল করা হল রাজধানী- শতাব্দি সহ ২৮ টি এক্সপ্রেস ট্রেন। দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে, ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে।এক রাজ্য থেকে অন্যান্য একাধিক রাজ্যে যেতে গেলে লাগছে আরটি-পিসিআর রিপোর্ট। পাশাপাশি একাধিক রাজ্যে জারিও হয়েছে নৈশ্য কারফিউ ও আংশিক লকডাউন। তবে এবার প্রতিটি রাজ্যের মধ্যে সংক্রমনের বৈষম্য দেখা যাওয়ায় আভ্যন্তরীণ সংক্রমণ রুখতে রেল মন্ত্রকের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হল।

রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ,গতবার করোনার ভয়াবহ সংক্রমণের সময় দেশকে বাঁচাতে সমস্ত রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই এবার সংক্রমণ রুখতে ফের একই পথে হাঁটতে চলেছে রেল মন্ত্রক।আজ ২৮টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।এই ট্রেন পরিষেবা গুলি আগামী রবিবার ৯ মে থেকে বন্ধ হচ্ছে। তবে রেলের এই সিদ্ধান্তের কথা যাত্রীরা আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন , ফলে ইতিমধ্যেই সংরক্ষিত আসনের তালিকা থেকে একে একে নিজেদের নাম সরাতে টিকিট বাতিল করার হিড়িক পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। রেল মন্ত্রকের তরফ থেকে যে ২৮ রেল বাতিল করা হল সেগুলি হল,

১) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, ভোপাল এবং মধ্যপ্রদেশ
২) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, কেরালা এবং হরিয়ানা
৩) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, কেরালা এবং হরিয়ানা
৪) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, অমৃতসর এবং পাঞ্জাব
৫) শতাব্দী স্পেশাল -নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
৬) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং অমৃতসর
৭) শতাব্দী স্পেশাল -নয়া দিল্লি, কাঠগোদাম এবং উত্তরাখণ্ড
৮) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং চণ্ডীগড়
৯) জন শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
১০) জন শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং হিমাচল প্রদেশ
১১) দুরন্ত স্পেশাল – নয়া দিল্লি, পুনে এবং মহারাষ্ট্র
১২) দুরন্ত স্পেশাল – নয়া দিল্লি, জম্মু এবং জম্মু ও কাশ্মীর
১৩) কোটা ডিডিএন স্পেশাল – নয়া দিল্লি, কোটা এবং রাজস্থান
১৪) রাজধানী স্পেশাল – নয়া দিল্লি, চেন্নাই এবং তামিলনাড়ু
১৫ ) রাজধানী স্পেশাল – নয়া দিল্লি, বিলাসপুর এবং ছত্তিশগড়
১৬) এনডিএলএস এক্সপ্রেস স্পেশাল – নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
১৭) ডিইই বিকেএন স্পেশাল – নয়া দিল্লি, বিকানের এবং রাজস্থান
১৮) শ্রী শক্তি স্পেশাল – নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
১৯) সৈনিক স্পেশাল – নয়া দিল্লি, জয়পুর এবং রাজস্থান
২০) ডিডিএন উৎসব স্পেশাল – নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
২১) সিদ্ধাবালি পেশাল – নয়া দিল্লি এবং উত্তরাখণ্ড
২২) রেল মোটর স্পেশাল – কালকা হরিয়ানা, সিমলা এবং উত্তরাখণ্ড
২৩) উৎসব স্পেশাল – কালকা হরিয়ানা এবং সিমলা উত্তরাখণ্ড
২৪) হিমাচল এক্সপ্রেস স্পেশাল – নয়া দিল্লি এবং হিমাচল প্রদেশ
২৫) অয়াইএনআরকে-জাট স্পেশাল – হৃষীকেশ, জম্মু এবং জম্মু ও কাশ্মীর
২৬) হেমকুন্ত স্পেশাল – হৃষীকেশ উত্তরাখণ্ড, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
২৭) এসএএসএন-এফজেডআর এক্সপ্রেস স্পেশাল – মোহালি, পাঞ্জাব এবং ফিরোজপুর
২৮) বান্দে মাতরম স্পেশাল -নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এক ডোজেই করোনা কাবু, রাশিয়ার নয়া টিকা ‘স্পুটনিক লাইট’ । এম ভারত নিউজ

রাশিয়ার তরফ থেকে অনুমোদন পেল ‘স্পুটনিক লাইট’, এক ডোজেই করোনা হবে কাবু। ইতিমধ্যে বিশ্বের সাতটি দেশের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার এই টিকাকে। করোনা সংক্রমণের জেরে বিধ্বস্ত হওয়া গোটা বিশ্বে এবার সংক্রমনের রাশ টানতে ক্রমশ নজর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর । রাশিয়া তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনে […]

Subscribe US Now

error: Content Protected