এক ডোজেই করোনা কাবু, রাশিয়ার নয়া টিকা ‘স্পুটনিক লাইট’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

রাশিয়ার তরফ থেকে অনুমোদন পেল ‘স্পুটনিক লাইট’, এক ডোজেই করোনা হবে কাবু। ইতিমধ্যে বিশ্বের সাতটি দেশের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার এই টিকাকে। করোনা সংক্রমণের জেরে বিধ্বস্ত হওয়া গোটা বিশ্বে এবার সংক্রমনের রাশ টানতে ক্রমশ নজর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর । রাশিয়া তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনে করোনা সংক্রমণ রুখতে কাজে আসবে স্পুটনিক’ লাইটের একটি ডোজ।

এই একটি ডোজের টিকার ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ-এর তরফে।প্রসঙ্গত উল্লেখ্য গত বছর করোনা অতিমারী রোখার জন্য সবার আগে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছিল রাশিয়া। এবার তারাই সিঙ্গল ডোজ লাইট ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যদিও ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছে স্পুটনিক ভি । রাশিয়া তরফ থেকে দাবি করা হয়েছে এই পরীক্ষা ৭৯.৪ শতাংশ সফল বলে জানিয়েছেন নির্মাতারা। যদিও কার্যকারিতার হিসেবে দু’টি ডোজের থেকে সামান্য পিছিয়েই থাকবে একটি ডোজ। তবে যে সমস্ত দেশে সংক্রমণ বেড়ে গিয়েছে, সেখানে অল্প সময়ে বহু লোকের টিকাকরণ করতে হলে এই একটি ডোজের স্পুটনিক ভি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

নির্মাতা মন্ডলের তরফ থেকে জানানো হয়েছে, গামালেয়া সেন্টারের তৈরি এই ভ্যাকসিন করোনাভাইরাসের নতুন সব ধরনের স্ট্রেন প্রতিরোধ করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। ওদিকে জানানো হয়েছে, স্পুটনিক লাইটের দাম ১০ মার্কিন ডলারের কম পড়বে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুটনিকের প্রথম ডোজ নিয়েছেন। ইতিমধ্যেই স্পুটনিক ভি-র ১.৫ লক্ষ ডোজ আমদানি করেছে ভারত। দুদিনের মধ্যে আরও ১.৫ লক্ষ ডোজ ভারতে আসার কথা আছে বলেই জানানো হয়েছে ইতিমধ্যেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৫৫০ মেট্রিক টন অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার । এম ভারত নিউজ

অক্সিজেনের অভাবে রাজ্যে মৃত্যু ঠেকাতে প্রধানমন্ত্রীকে অক্সিজেন সরবরাহের চিঠি মমতার। গত কয়েক দিনে রাজ্যে করোনা সংক্রমনের হারের পাশাপাশি অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে বহু রোগীর। এই পরিস্থিতিতে রাজ্যকে যথাযথ অক্সিজেন পাঠানোর জন্য আবেদন জানানো হল কেন্দ্রের কাছে।ওই চিঠিতে মুখ্যমন্ত্রী ,বর্তমানে গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ উল্লেখ রেখেছেন । সেখানে […]

Subscribe US Now

error: Content Protected