কৃষি বিলের প্রতিবাদে কৃষক সংগঠনের তরফে শুক্রবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। বিলের প্রতিবাদে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই বনধে অংশ নেবেন।
আপাতত বনধ সফল করতে ৩১ টি কৃষক সংগঠন এগিয়ে এসেছে। অন্যদিকে ২৪ সেপ্টেম্বর থেকে পঞ্জাবে চলছে ‘রেল রোকো’ আন্দোলন। যার জেরে ফিরোজপুর রেলওয়ে বিভাগে বিশেষ ট্রেনগুলির চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, কৃষকদের এই আন্দোলনের পাশে রয়েছেন তিনি। এছাড়া কৃষি বিলের প্রতিবাদে ২ মাস ধরে ব্যাপী প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে কংগ্রেস। আজ থেকেই সেই অভিযান শুরু হচ্ছে। বনধের জেরে দিল্লি হরিয়ানা সীমান্তে রাস্তা বন্ধ থাকবে বলে খবর।অপরদিকে এরাজ্যে বামপন্থী সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের পরিকল্পনা রয়েছে।
পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতিও এই বনধে সামিল হচ্ছে। এদিকে বনধের জেরে ব্যাহত হতে পারে ট্রেন পরিষেবাও। বাতিল করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতেই বনধের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে।
