শীতের বৃষ্টিতে সকাল থেকেই ভিজতে শুরু করেছে শহর কলকাতা থেকে শহরতলীর নানান অঞ্চল। তবে আচমকাই কেন এই বৃষ্টি? সে কথার উত্তরই জানিয়ে দিল আলিপুর হাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই আবহাওয়া রূপ বদলেছে বলেই জানাচ্ছেন হাওয়া দপ্তরের আধিকারিকরা। সকাল ভারি হলেও এই মুহুর্তে হালকা বৃষ্টিপাতে ঢেকেছে বাংলা। জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় মিগজাউম এখন শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত।
ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ়ে। তাও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই বাংলার। তবে শুধু কলকাতা নয় গোটা দক্ষীণবঙ্গেই আজ হালকা থেকে মাঝারি হারে বৃষ্টিপাতের আভাস দিচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর আজও চলবে এই বৃষ্টি বলেই জানা যাচ্ছে। তুলনামূলকভাবে আজ শীতের আমেজ একটু হলেও উপভোগ করা যাচ্ছে তবে বৃষ্টি শেষ হলে ঠান্ডাও কমে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত পড়বে বলেই জানা যাচ্ছে।