বঙ্গ ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বিজেপির আগমনের চেষ্টা বারবার প্রতিফলিত হচ্ছে বিজেপির শীর্ষ নেতাদের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে । বঙ্গ ভোটের আগে রাজ্য শাসকদলও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় ।তাই দুয়ারে সরকার থেকে ,স্বাস্থ্য সাথী সকল কর্মসূচি যথেষ্ট দায়িত্ব নিয়ে সম্পন্ন করা হচ্ছে। তৃণমূল সরকারের এই দুয়ারে” সরকার কর্মসূচিতেই” কিছুটা ভয়ের মুখে পড়েছে বিজেপি। ফলে এমনই ধরনের একটি কর্মসূচির পরিকল্পনা করছেন ভারতীয় বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।

গতকাল দলীয় সমস্ত কর্মসূচি সারার পরে অনেক রাত অব্দি দলের কর্মী-সমর্থকদের সাথে বৈঠক করেন তিনি। দলের এ বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ , স্বপন দাশগুপ্তরা, এবং কৈলাশ বিজয়বর্গী । সামনে বঙ্গ ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রণকৌশল তৈরি করেছেন অমিত শাহ । পাশাপাশি তিনি বলেন, পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে আলাদা করে ৪২টি জনসভা করতে হবে । পাশাপাশি এও বলা হয়েছে ভোটের আগেই সমস্ত সাধারণ মানুষের বাড়ির দূয়োরে পৌঁছে যেতে হবে বিজেপির কর্মী সমর্থকদের। সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত হতে হবে তাঁদের। প্রত্যেককেই এমনকি ২৪৯ বিধানসভা কেন্দ্র থেকে মাঝারি মাপের সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।