Read Time:1 Minute, 29 Second
এবারের টোকিও অলিম্পিকে বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে ভারতীয় মহিলা বিভাগের ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর পারফরম্যান্স নজর কেড়েছিল বিশ্বের তাবড় তাবড় ক্রীড়াবিদদের। কিন্তু আজ চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে টোকিও অলিম্পিক এর ফাইনাল পর্বে পৌঁছাতে পারলেন না পি ভি সিন্ধু।আজ থেকে ঠিক ৫ বছর আগে রিও অলিম্পিকে নোজোমি ওকুহারাকে পরাজিত করে সোনা জিতেছিলেন পি ভি সিন্ধু।

রিও অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সায়না নেহওয়ালকে হারিয়ে পৌঁছে গিয়েছিলেন ব্যাডমিন্টন ফাইনালে। কিন্তু এবার টোকিওতে ফাইনাল পর্বে পৌঁছানোর আগেই চিনা প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় তাইপেইয়ের তাই জু ইনের কাছে পরাজিত হয়ে টোকিওতে সোনা জয়ের স্বপ্ন শেষ হল সিন্ধুর। টোকিওতে পদক জয়ের স্বপ্ন অধুরাই থেকে গেল রিও অলিম্পিকে সোনা জয়ী পি ভি সিন্ধুর।