Read Time:1 Minute, 4 Second
কলেজ ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শ নগরে। প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজ ছাত্রের। কিন্তু তরুণীর পরিবার তা মানতে নারাজ। ফোন করে সম্পর্ক ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাতেও কাজ না হওয়ায় বাড়িতে ডেকে বেধড়ক মারধরের অভিযোগ তরুণীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর তরুণীর দাদা ও পরিবারের সদস্যদের আটক করেছে পুলিশ।খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
