নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ফের গ্রেফতার তৃণমূল নেতা আনিসুর রহমান।
খুনের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে কোলাঘাট থেকে তাকে গ্রেফতার করে তমলুকে নিয়ে যাওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি তৃণমূল কর্মী কোরবান শাহ খুনে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় রাজ্য সরকার। মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা তোলার বিজ্ঞপ্তিতে সাময়িক স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। এদিকে ততক্ষণে সরকারি বিজ্ঞপ্তি গ্রহণ করে বেকসুর খালাসের রায় ঘোষণা করে দিয়েছে নিম্ন আদালত। হাইকোর্টে সেই রায় খারিজ হয়ে যাওয়ার পর আদালত চত্বর থেকে কার্যত পালিয়ে যান অভিযুক্ত আনিসুর রহমান। পরে তাকে গ্রেফতারও করা হয়। শারীরিক অসুস্থতার জন্য তমলুক জেলা হাসপাতালে ভর্তি ছিল আনিসুর। মঙ্গলবার সেখান থেকে মুক্তি পায় সে।
এরপর নিম্ন আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হয় কোরবান শাহের পরিবার। সেই আবেদনে নিম্ন আদালতের রায় খারিজ করে আনিসুরকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এর পরই তৎপরতা শুরু হয় জেলা পুলিশের তরফে। পরে মুক্তির দেড় ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার করা হয় আনিসুরকে।