জয়েন্ট মেন 2021- প্রথম দফায় পরীক্ষা হবে ২৩-২৬ ফেব্রুয়ারির মধ্যে, বুধবার জানালেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন তিনি জানান, পোখরিয়াল জানান যে আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে জয়েন্ট পরীক্ষা হবে। শেষ পরীক্ষা হওয়ার ৪-৫ দিন পরে ফলাফল বের হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা jeemain.nta.nic.in সাইটে নিয়ে আগামী বছরের পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
এদিন শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুবিধের কথা ভেবে বছরে চারবার জয়েন্ট পরীক্ষার কথা ভাবা হয়েছে। পরিস্থিতির কারণে অনেকেরই প্রস্তুতিতে খামতি থেকে যেতে পারে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়ায় অসুবিধা থাকতে পারে, সেসব কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সেক্ষেত্রে কোনও পরীক্ষার্থী চারবারই পরীক্ষায় বসলে ফলাফল প্রকাশের সময় সবচেয়ে ভালো নম্বর বিবেচনা করেই সুযোগ দেওয়া হবে।
জানা গিয়েছে প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। উল্লেখ্য প্রার্থীরা ১৩ টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, বি আর্ক ছাড়া অন্য সব কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে। ৯০টি প্রশ্নের মধ্যে ৭৫টি উত্তর দিতে হবে। বাকি ১৫টির জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না বলেও জানিয়েছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা যাতে পরীক্ষায় বসতে পারেন, সেজন্য চার দফায় পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।