“বদল হবে, বদলাপ হবে । আমি বলছি পেটান, কিন্তু ততটাই পেটান যতটা পরে সহ্য করতে পারবেন । লাল ডায়েরিতে সব লিখে রাখছি । সুদ সমেত ফেরত দেব ।” বিধানসভা নির্বাচনের আগে নিজের ফেসবুকে এমনই পোস্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এর পরেই শুরু হয় নানা রাজনৈতিক চাপানউতোর । এই ঘটনার বিরোধিতায় দিলীপবাবু তৃণমূলকে কটাক্ষ করে এই পোস্ট করেন । তৃনমূল সরকারের দিকে এরম ঘটনা হওয়ার কারনের প্রশ্ন ছুঁড়ে দিলে অকথ্য ভাষায় মুখ্যমন্ত্রী বিজেপি তথা নাড্ডাকে অপমান করেন ।
যে কেউ যখন খুশি ঢুকে যাচ্ছে এমনকি নাড্ডার নামকে নিয়েও অপ্রিতিকর মন্তব্য করেন তিনি । গতকালকের ঘটনার জন্যে কেন্দ্রের তরফে এরপর আইন শৃঙ্খলা রিপোর্ট চাওয়া হলে রাজ্যপাল পুলিশি প্রশাসনকেই দায়ী করে চিঠি পাঠান । তার পরিপ্রেক্ষিতেই আজ অমিত শাহ রাজ্য ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠান । আজ সকালে এরপর ফের রাজ্যপাল সাংবাদিক বৈঠকে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রীর কার্যকলাপের ওপর ।ীরপর কি পইদক্ষেপ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার । এই ব্যবহার এবং ঘটনার জন্যে তিনি কি আদৌ ক্ষমা চাইবেন নাকি পরিস্থিতি আরও গম্ভীর হবে সেটাই প্রশ্ন ।