ইয়াস পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল রাজ্য সফরে প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় বিপর্যস্ত হয়েছে বাংলা এবং ওড়িশা। পূর্ব মেদিনীপুরের যে সমস্ত অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশপথে সফর করে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। এদিকে আগামীকালই ইয়াস কবলিত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এখন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে হেলিকপ্টারে উড়ে যাবেন এলাকা পরিদর্শনে এমনটারই সম্ভাবনা থেকে যাচ্ছে। বাংলার অবস্থা পরিদর্শনের পর উড়িষ্যার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর ইয়াস পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপর্যয়ের পরিস্থিতিতে হাতে হাত মিলিয়ে একই সঙ্গে কাজ করবে রাজ্য-কেন্দ্র, এমনটাই আশা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ইয়াস মোকাবিলায় আগেই রাজ্যকে ৪০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। অন্যান্য রাজ্যের তুলনায় ২০০ কোটি টাকা কম কেন দেওয়া হচ্ছে, তা নিয়ে তখন জলঘোলাও হয়েছিল বিস্তর। কিন্তু ইয়াস এর প্রভাবে বাংলায় ক্ষতি হয়েছে প্রায় কয়েক হাজার কোটি টাকার। ঘরছাড়া প্রায় কুড়ি লক্ষ মানুষ। ভেঙে গিয়েছে কয়েক লক্ষ কুঁড়েঘর। ভয়াবহ অবস্থা সুন্দরবনেরও। এই পরিস্থিতিতে বাংলার উপকূলীয় অঞ্চল কে আবার বাঁচিয়ে তুলতে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র, নজর থাকবে সেই দিকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ? জেনে নিন । এম ভারত নিউজ

করোনা আবহে কার্যতই বহুদিন ধরে স্থগিত রাখা হয়েছিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য।চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক এবং আগষ্ট মাসে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, এমনটাই জানালেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

Subscribe US Now

error: Content Protected