0
0
Read Time:1 Minute, 21 Second
উইসকনসিন, ২০১৬ এর নির্বাচনে ট্রাম্পের জেতার পেছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।অথচ এবার এই রাজ্যেই ২০,০০০ ভোট বাইডেনের পক্ষে আসায় জেতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
বাইডেনের এই বিপুল ভোট পাওয়া মেনে নিতে পারছেন না রিপাবলিকান রা। অভিযোগ, ভোট গণনা সঠিকভাবে সম্পন্ন হয়নি। সেই কারণে পুনরায় সেখানকার ভোট কাউন্ট করার জন্য দাবি জানানো হতে পারে তাদের পক্ষ থেকে। ইলেক্টোরাল ভোটে ২৬৪ টি ভোট পাওয়া বাইডেন জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদি। ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী কমলা হ্যারিসও এই বিষয়ে সুনিশ্চিত। জদিও, পেনসিল্ভানিয়া,মিশিগান, নর্থ ক্যারোলিনা সহ মোট ৯ টি অংগরাজ্যে গণনার কাজ এখনো শেষ হয়নি। কিন্তু এখনও পর্যন্ত ভোট গণনার কাজ যত টা এগিয়েছে তাতে অনেকটাই এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা ।